এই কালিজিরা মধু আসলে কোনো মিশ্রণ নয়, কোনো রকম ইনফিউশনও নয়। এটি তৈরি হয় মৌমাছিরা যখন সরাসরি কালোজিরা ফুলের পরাগ সংগ্রহ করে তাদের মৌচাকে সঞ্চিত করে, তখনই—সেই ঘন তরলে জন্ম নেয় এই ঔষধি ফুলের খাঁটি মধু।
প্রতিটি ফোঁটায় আছে শত বছরের উপকারিতার ইতিহাস: ইমিউন বুস্ট, হজমে সহায়তা, ঘুমে প্রশান্তি আর শরীরজুড়ে ভেতরের বিশুদ্ধতা আনার প্রাকৃতিক শক্তি।
এটা কোনো খাবার নয়—এর একেকটি চামচ যেন দাদি-নানির বাতায়নের গল্প থেকে উঠে আসা ঔষধ।